সোনারগাঁয়ে জমি সংক্রান্তের বিরোধে ব্যবসায়ী উপর সন্ত্রাসী হামলা



নিজেস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও  বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্ৰামের হাজী আব্দুল মালেক মিয়ার ছেলে ব্যবসায়ী মোঃ হারুনূর রশিদের উপর জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা করেছে একই এলাকার মৃত, শামসুল হক মাস্টারের ছেলে, মোঃ মতিন মিয়া ও তার ভাড়াটে সন্ত্রাসীরা।

ভুক্তভোগী মোঃ হারুনূর রশিদ,বলেন আমি আমার পরিবার নিয়ে সংকটপূর্ণ অবস্থায় আছি,মতিন ও তার বাহিনী আমাকে এলোপাথাড়ি আঘাত করে,এবং সময় ও সুযোগ মতো পেলে নাকি,আমাদের পরিবারের যে কাউকে হামলা করে প্রানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান,করে।

আমার সাথে মতিন মিয়ার দীর্ঘদিন যাবত আমার ক্রয়ক্রিত, সম্পত্তি নিয়ে বিরোধ, চলে আসছিলো। সোনারগাঁ থানাধীন চান্দেরকীর্তি মৌজায়, আর, এস,(৭৭) দাগের রেকর্ড সূত্রে (২২ ) শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হারুনূর রশিদের জমি জোরপূর্বক বে-আইনি ভাবে দখল করার চেষ্টা করেন একই এলাকার মোঃ মতিন মিয়া ও তার সহযোগীরা। 

মোঃ হারুনূর রশিদ বলেন আমাকে রাস্তাঘাটে মতিন মিয়ার ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে, প্রাণ নাসের হুমকিসহ কথায় কথায় অকথ্য ভাষায় গালিগালাজনকরেন মোঃ মতিন মিয়া ও তার ভাড়াটে  সন্ত্রাসীরা। 

এমতাবস্থায় মতিন ও তার সহযোগীদের ভয়ে আতঙ্কিত হারুনূর রশিদ,ও তার পরিবার।

সাংবাদিকদের এক প্রশ্নে মোঃ হারুনূর রশিদ বলেন, আমি আইনকে সম্মান করি তাই সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি আমি যা করব আইনের মাধ্যমেই করব, সেই সাথে তিনি সোনারগাঁ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মোঃ হারুনূর রশিদ বলেন, আমি আমার ক্রয় কৃত সম্পত্তিতে আমি বৈধভাবে দখল করে ভোগ দখল করেছি।

অন্যের জায়গায় বে-আইনি ভাবে দখল করিনি। আমি আমার নিজের জায়গাতেই ভোগ দখলে রয়েছি। উনি আমার বৈধ দখলীয় সম্পত্তিতে জোর পূর্বক অবৈধ ভাবে দখল করার পায়তারা করে আসছে।

ভুক্তভোগী,মোঃ হারুনূর রশিদ,বলেন, ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক (১১) ঘটিকার সময় আমি মোঃ মতিন মিয়ার ভাড়াটে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি। 

উক্ত হামলার তীব্র নিন্দা জানিয়ে ভূক্তভোগী সহ এলাকার স্থানীয়ারা এই ধরনের ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচারের দাবী জানান। 

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদ মিয়া বলেন, উভয় পক্ষের দুইটি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয় টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন