ফারুক মিয়াঃ বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য (কনস্টেবল) হিসেবে ১৯৮৮ সালে চাকরিজীবন শুরু করেছিলেন হেলাল উদ্দিন। একটি দিন, একটি মাস, একটি বছর- এভাবে পুলিশ সদস্য পরিচয়ে কেটে গেছে প্রায় চার দশক। সুদীর্ঘ ৩৭ বছরে নিজের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতায় পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তিনি দায়িত্ব পালন করেছেন। তার চাকরিজীবনের শেষ মুহূর্তকে স্মরণীয় করতে অবসর জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ।
শুক্রবার (০১ আগষ্ট) বিকেলে দেওয়ানগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়,বিদায় সংবর্ধনা দেয়, দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হাসান ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার সহ পুলিশের অন্যান্য অফিসার ফোর্স। এরপর চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে হেলাল উদ্দিনকে পুলিশের গাড়িতে করে তাকে গ্রামের বাড়িতে সম্মানের সঙ্গে পৌঁছে দেওয়া হয়। তার গ্রামের বাড়ী জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকার টগারচর ঝাউগড়া গ্রামে। ঝাউগড়া গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন,৫৬ বছর বয়সে পুলিশের চাকুরী থেকে অবসর নিলেন।
Tags
দেওয়ানগঞ্জ