গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এই আয়োজন করেন গাজীপুর মহানগর বিএনপির নিবেদিতপ্রাণ নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু। মিলাদ ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, “আমি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতিতে এসেছি, এসেছি মানুষের জন্য কিছু করার লক্ষ্য নিয়ে। দলের জন্য ১২ বছর জেল খেটেছি, নিজের ব্যবসার টাকা খরচ করেছি সংগঠন মজবুত করতে। কোনো লোভ-লালসা কিংবা ব্যক্তিস্বার্থে নয়—মানুষের কল্যাণেই রাজনীতি করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি, এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাবে। আমি যতদিন বেঁচে আছি, জিয়ার আদর্শ বুকে ধারণ করে জনগণের পাশে থাকবো।”
উল্লেখ্য, রাকিব উদ্দিন সরকার পাপ্পু টঙ্গীর রাজনৈতিক অঙ্গনে একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে সুপরিচিত। তাঁর সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও দলের প্রতি অবিচল ভালোবাসা নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।
Tags
গাজীপুর