দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিষয় নিয়ে জানমালের নিরাপত্তায় ভুগছে এক পরিবার


দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কদম তলী এলাকায় কৃষক লুৎফর রহমানের পৈতৃক সম্পত্তি ও বসত বাড়ি বেদখলের অভিযোগ প্রতিবেশী ভূমিদস্যু কদমতলী গ্রামের মো: আঃ বারির ছেলে সৈয়দ আহমেদ ও তার গংয়ের বিরুদ্ধে।

লুৎফর রহমান জানান, মঙ্গলবার(১২ আগষ্ট) সকালে উপজেলার কদমতলী গ্রামের মৃত.জয়নাল আবেদীনের ছেলে লুতফর রহমানের কৃষি জমিতে জোরপূর্বক বেআইনিভাবে জবর দখল করে হাল চাষ করার চেষ্টা করে সৈয়দ আহমেদ গং। লুৎফুর রহমান বাধা দিতে গেলে তাকে খুন যখম করার হুমকি প্রদান করে।

কৃষক লুতফর রহমান অভিযোগ করে আরও বলেন, দীর্ঘদিন যাবত পৈতৃক সম্পত্তি বেদখলের পায়তারা চলছিলো,পুলিশকে ফোন করেও রক্ষা করতে পারিনি আমার সম্পত্তি। তিনি বলেন আমি ও আমার পরিবার নিরাপত্তায় হীনতায় ভুকছি। আমি একা বাড়িতে থাকি, আমি ও আমার পরিবারকে যেকোনো মুহূর্তে গুম খুন  করতে পারে সৈয়দ আহমেদ ও তার গংরা। ভূমি দস্যুরা হলেন,সৈয়দ আহমেদ,জমির উদ্দিন, মনিরুজ্জামান, নয়া মিয়া, বাদল মিয়া সহ তাদের সাথে থাকা আরো অনেকেই। 

এ বিষয়ে প্রতিপক্ষ সৈয়দ আহমেদের সাথে কথা বলতে গেলে তারা কথা বলতে রাজি হয়নি। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন