মো: লুৎফর রহমান (খাজাশাহ্):
ডিএমপি কোতয়ালী থানা পুলিশ বিগত জুলাই মাসে থানাধীন মিডফোর্ডে বহুল আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৪) হত্যা মামলায় ১৪জন, মাদক মামলায় ১২জন ও অস্ত্র মামলায় ১জন সহ মোট ৭৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। জনাযায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নাসির উদ্দিন, এস আই মো: খায়রুল আলম, এস আই মো: শিব্বির আহমেদ, এস আই দেবাশীষ হাওলাদার, এস আই মো: রুশদ হাছান, এস আই মো: সোহেল কুদ্দুস, এস আই মো: ওসমান গনী, এস আই মো: শরীফুল ইসলাম, এ এস আই মো: মিজানুর রহমান, এ এস আই শ্যামল সরকার, এ এস আই আবদুল্লা আল মামুন, এ এস আই মো: সিরাজুল ইসলাম ও এ এস আই মো: মামুন অর রশিদ সহ থানার অন্যান্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক মাদক বিররোধী ও অপরাদ দমন অভিযান চালিয়ে গত জুলাই মাসে মোট ৭৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে থানাধীন মিডফোর্ডে বহুল আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় প্রাপ্ত তথ্যানুযায়ী মোট ১৪জন, মাদক মামলায় ১২জন, দশ্যুতার চেষ্টায় ৪ জন, ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জন, অস্ত্র মামলায় ১জন, চাঁদাবাজীর মামলায় ২ জন, গ্রেফতারী পরোয়ানায় ৮ জন এবং ডিএমপি আইনে ২০জন কে গ্রেফতার করা হয়। বাকী ৯ জন কে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক ডেইলি নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজাশাহ্) কে এক স্বাক্ষাতে জানান। অপরদিকে গত জুলাই মাসব্যাপী মাদক বিরোধী অভিযানে ৭শ ৪৬গ্রাম গাঁজা, ১শ ১০টি ইয়াবা, ১৫লিটার চুলাইমদ, ৩০ এ্যম্পল প্যাথিডিন ইনজেকসন, ১টি বিদেশী পিস্তল-গুলি ও জিডি মুলে ৩৩টি এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট অফিস সূত্রে জানাযায়।