নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাধীন চরআমখাওয়া ইউনিয়ন যুবদলের যুন্ম আহবায়ক জাকির হোসেন, যুবদলের নাম ভাংগিয়ে ও যুবদলকে পুঁজি করে নীজ স্বার্থ হাসিল করতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করে এলাকায় ত্রাসের রাজ্য কাইয়েম করছে। টুপকার চরের আনসার আলী খানের আবাদি জমি দখল করে ধান গাছ রোপনের চেষ্টা করে। এবং কি জাকির হোসেন সাথে থেকে আনসার আলীর বিরুদ্ধে টুপকার চরের জিয়াউর রহমানকে বাদি করে রবিবার(২৪ আগস্ট)দেওয়ানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করান বলে জানাগেছে। সেখানেও ওসি শাহ কামাল এর পরিচয় দিয়েছেন,জাকির হোসেন নাকি শাহ কামাল ওসির ভাই । ওই এলাকার সুরমান আলী সহ কয়েকজন জানান, জাকির হোসেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আঁতাত করে দুইবছর মোল্লারচর খেয়া ঘাট চালিয়েছেন। সুরমান আর-ও জানান ড্রেজার চালানোর সময় তার থেকে টাকা দাবি করে টাকা না দেওয়ার কারণে দফায় দফায় সানন্দবাড়ির তদন্ত্র কেন্দ্র থেকে পুলিশ পাঠিয়ে ড্রেজার বন্ধ করে দেয়। কিছুদিন আগে এক ড্রেজার মালিকের কাছে টাকা চাওয়া হলে ড্রেজার মালিক দলীয় অফিসে জানায়। জাকিরকে দলীয় অফিসে ডাকা হয় সততা প্রমাণ পেয়ে দলীয় নেতাকর্মীরা তাকে দলীয় অফিস থেকে বের করে দেয়। সুরমান আরও বলেন তার নাকি বিএনপির পজিশন থাকা অবস্থায় ২০ লক্ষ টাকা ইনকাম করতে হবে এবং কি থানা ও কোড কাচারি গেলে ওসি সাহা কামালের পরিচয় দিয়ে চলে তার নাকি ভাই হয়। এবিষয়ে জাকির হোসেনের কাছে জানার জন্য একাধিকবার চেষ্টা করলেও ফোন রিসিভ করেনি। এবিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক মনজু হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান তাহার এহেন কর্মকান্ডের সততা পাওয়া গেলে যুবদলের পক্ষ থেকে দূরত্ব ব্যবস্থা নেওয়া হবে।
Tags
জামালপুর