দেওয়ানগঞ্জে অবৈধ নলকূপ ড্রেজার মেশিনে বালি উত্তোলনে,হুমকিতে ব্রীজ ও বসতি বাড়ি



ফারুক মিয়াঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাধীন চরআমখাওয়া ইউনিয়নের নবীনাবাদপুর নৌকা ঘাটের পাশে জিনজিরাম নদে ৪ টি অবৈধ নলকূপ ড্রেজার মেশিন ও সানন্দবাড়ী ব্রীজের পূর্ব পাশে জিনিজিরাম নদে একটি ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনে ঝুঁকিতে সানন্দবাড়ী ব্রিজ এবং সানন্দবাড়ী নবীনাবাদপুর শত শত বিঘা আবাদি জমি বসতভিটা হুমকির মুখে। সানন্দবাড়ীর  এই ব্রীজ দিয়ে চলে শত শত যানবাহন। এই ব্রিজ ভেঙ্গে গেলে বিঘ্ন ঘটবে শত শত যানবাহন ও লোকালয়। জেলা প্রশাসক,উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের কাছে  এলাকার সুধীমহল ও সাধারণ জনগণের একটাই দাবি এই অবৈধ ড্রেজার মেশিন যাতে বন্ধ করে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন