টঙ্গীতে হোটেল জাবানে হামলা, ভোরে মদ না পেয়ে ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ




টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে তিন তারকা হোটেল জাবানে মদ বিক্রিতে অস্বীকৃতির জেরে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে উত্তরা থেকে ছয়জন যুবক ও একজন নারী হোটেলে আসে। তারা নাস্তা খাওয়ার কথা বলে রেস্টুরেন্টে প্রবেশ করলেও পরে জোরপূর্বক ৯ম তলায় অবস্থিত বার কাউন্টারে ঢুকে বিদেশি হুইস্কি মদ দাবি করে। নির্দিষ্ট সময় অতিক্রম করায় এবং একই কক্ষে ছয় পুরুষের সঙ্গে একজন নারীর অবস্থানকে অনৈতিক মনে করে কর্তৃপক্ষ মদ বিক্রি থেকে বিরত থাকে।

এতে ক্ষিপ্ত হয়ে ওই দলটি হোটেলের ম্যানেজার আজিজ ও অন্যান্য কর্মচারীদের ওপর হামলা চালায়। ক্যাশ কাউন্টার ভাঙচুর করে তারা প্রায় এক লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর হোটেলের আইটি ম্যানেজার মো. রাকিব হাসান টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দেন। তাতে আজাদ (২৯), মো. রিমন (৩৮), জাহিদ (৩২), সুব্রত (৩০), রোজা (২৫)সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

হোটেলটির পরিচালক মো. সায়মন বলেন, “আমাদের রেস্টুরেন্টে নাস্তা বিক্রি করা হয় না। অভিযুক্তরা পরিকল্পিতভাবে হোটেলের সুনাম নষ্ট করার জন্যই ভোরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।”

তবে অভিযুক্ত মো. রিমন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কেবল নাস্তা খাওয়ার জন্য গিয়েছিলাম। টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি। বরং আমাদের বিরুদ্ধেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ আনা হয়েছে।” তিনি দাবি করেন, তারাও থানায় অভিযোগ করেছেন।

এদিকে স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা সিলেটের বাসিন্দা। তারা রাজধানীর অভিজাত এলাকায় অবস্থিত বিভিন্ন বারে নিয়মিত যাতায়াত করে এবং প্রায়ই মাতলামিতে জড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন