এসএম মিরাজ হোসাইন টিপুঃ
সোনারগাঁও থানার এসআই পংকজ কুমার আচার্য এর নেতৃত্বে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর মেঘনা টোল প্লাজার চেকপোস্ট থেকে ৪ কেজি গাজাসহ রবিউল ইসলাম (২২) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানাপুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী রোডের পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্টে ডিউটি চলাকালীন সময় শনিবার দুপুর ৩ টার সময় কুমিল্লা থেকে আসা ঢাকাগামী শান্তি পরিবহন নামে, ঢাকা মেট্রো-ব-১৪-৫২৭৭ নং যাত্রীবাহী বাস সিগনাল দিলে, চালক বাসটি থামানোর সাথে সাথে বাস থেকে একটি কাপড়ের ব্যাগ হাতে একজন ব্যক্তি নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ তাকে আটক করে।
আটককৃত উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার নাম ঠিকানা ও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত রবিউল ইসলাম মাগুরা জেলার মাগুরা সদর থানাধীন হাজীপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামের আখিরুল ইসলামের ছেলে।
সূত্র আরোও জানায় আটককৃত ব্যক্তির হাতে থাকা বেগুনী রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে উক্ত ব্যাগের ভিতরে সুরক্ষিত ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সোনারগাঁও থানাপুলিশ।