এ.বি.এম.হাবিব :
নওগাঁয় ঘনিষ্ট বন্ধুর থেকে নগদ ১ লাখ ও ইয়াহামা R15 মডেলের মটরসাইকেল ধার নিয়ে ফেরত দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগ উঠেছে ঘনিষ্ট বন্ধু মোঃ রনির বিরুদ্ধে।
এ বিষয়ে নওগাঁ জেলা সদরের ভবানীপুর এলাকার বাসিন্দা ভুক্তভোগী মোঃ ফয়সাল ফারুক নওগাঁ সদর মডেল থানায় গত ০৪ আগস্ট ২০২৫ ইং তারিখে ২জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো, নওগাঁ জেলা সদরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক এর ছেলে ১। মোঃ রনি (৩০) ও রনির মাতা ২। মোছাঃ নাহার বেগম (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ফয়সালের থেকে প্রায় টাকা ধার নিতো অভিযুক্ত রনি এবং তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। যার পরিপেক্ষিতে গত ৩১ জুন ২০২৫ ইং তারিখে রাতে ভুক্তভোগী ফয়সালকে রনি ফোন দিয়ে তার মায়ের মাধ্যমে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা মাত্র) ধার চায়। পরবর্তীতে রনি নিজে এসে নগদ টাকার পাশাপাশি ফয়সালের ব্যবহৃত মটরসাইকেল কিছুক্ষের জন্য ধার নেয়, যার মডেল- ইয়াহামা R15, সিসি 155, রেজি নং- ঢাকা মেট্রো-ল-৫৮-৪১০৩, চেচিস নং- ME1R G6749M0002, ইঞ্জিল নং- G3M4E0196920.
পরদিন ভুক্তভোগী ফয়সাল আনুমানিক রাত ৮.৩০ ঘটিকার সময় তার বন্ধু রনিকে ফোন দিলে সে ব্যাস্ত বলে ফোন কেটে দেয়। পরবর্তীতে গত ০৩ আগস্ট ২০২৫ ইং তারিখে ফয়সাল তার বন্ধুর মা অভিযুক্ত মোছাঃ নাহার বেগমকে তার ছেলে রনির কথা জানতে চাইলে অভিযুক্ত ফয়সালকে ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালি দিয়ে বাসা থেকে বের করে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী ফয়সাল বলেন, আমার থেকে মাঝে মাঝেই আমার বন্ধু রনি টাকা ধার নিতো। যার পরিপেক্ষিতে সেদিন তার মা তার ফোন থেকে ফোন দিয়ে নিজের অসুস্থ্যতার কথা বলে ১ লাখ টাকা ধার চায় এবং রনিকে পাঠিয়ে দেয়। আমি রনিকে টাকা দিলে সে আমার মটরসাইকেল ধার চায়। আমি সরল বিশ্বাসে তাকে গাড়িটাও দেই। এখন রনি আর আমার সাথে যোগাযোগ করছেনা। বরং আমি রনির সাথে যোগাযোগ করলে সে পাত্তা দিচ্ছেনা। অবশেষে নিজের টাকা ও মটরসাইকেল উদ্ধারের জন্য নওগাঁ সদর থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে অভিযুক্ত রনির বাসায় গিয়ে জানতে চাইলে, রনির মা,বাবা ও পরবর্তীতে রনিও বাসা থেকে বের হয়ে এসে এসব বিষয় গুলো অস্বীকার করে।
এ বিষয়ে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।