বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ সভা



মিথ্যা অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক, এসএম আসলামকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আটকাদেশের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে আগমী ২৪ আগস্ট রোববার দেশের সকল জ্বালানি তেল সরবরাহকারী ডিপোগুলো অর্ধদিবস বন্ধ রেখে প্রতিবাদ সভা করার সিদ্ধান্তঃ নিয়েছে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনে।

উল্লেখ্য যে, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের মতে, মিথ্যা চাঁদাবাজির অভিযোগে গত ৬ আগস্ট এস এম আসলামকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল এসও রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ। 

প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা/ডিবি পুলিশের  হেফাজতে রাখলেও পরবর্তী তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ এর (২) ধারায়  ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করলে,আদলত ১ মাসের ডিটেনশন মঞ্জুর করেন।

এলাকায় স্থানীয় নেতাকর্মীরা জানান এস এম আসলাম বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক হওয়ার পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন