চাঁপাইনবাবগ‌ঞ্জে তিন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি একই শিক্ষক!



অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্তের দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতি‌বেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একইসাথে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মোঃ তৌহিদুর রহমান, যিনি ডঃ শামসুর রহমান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত, তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট নীতিমালা ও আচরণ বিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন উপজেলার সাধারণ ও সচেতন নাগরিকরা।
অ‌ভি‌যোগ সু‌ত্রে জানা গে‌ছে, মোঃ তৌহিদুর রহমান বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয়,বীরেশ্বরপুর সালেনিয়া কওমি মাদ্রাসা ও মুসলিমনগর দাখিল মাদ্রাসার সভাপ‌তির দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছেন।  একজন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক একইসাথে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে অধিষ্ঠিত থাকা শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ও বেসরকারি চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এটি প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতা পরিপন্থী। এ বিষ‌য়ে ভোলাহাট উপজেলার সচেতন মহ‌লের নাগ‌রিকরা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তারা অ‌ভি‌যোগের বিষয়টি সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনে উক্ত কমিটিগুলো বাতিলসহ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ত‌বে এ বিষয়ে এখনও বার বার যোগা‌যোগ ক‌রে অভিযুক্ত শিক্ষকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন-এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন