‘কায়কোবাদ’ স্লোগানে মুখরিত কুমিল্লা


মো: লুৎফর রহমান (খাজা শাহ্): 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা, দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর বিএনপি।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার বিভিন্ন উপজেলা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল মিছিলে নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশ অংশগ্রহণ করে। এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। 

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে কায়কোবাদ-কায়কোবাদ স্লোগানে মুখরিত করে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী সমাবেত হয়।  কায়কোবাদের সমর্থকদের বিশাল মিছিল রাজনৈতিক অঙ্গনে বহুল প্রশংসা কুড়িয়েছে।

মুরাদনগর উপজেলা বিএনপির বর্ণাঢ্য এ র‍্যালিতে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো: মহিউদ্দিন অন্জন, সদস্য সচিব মো: মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মো: কামাল উদ্দিন ভুইয়া, মো: নজরুল ইসলাম, হাজী মো: ইদ্রিস, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, সহ-সভাপতি তাছলিমা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো: নাছির উদ্দীন আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মো: খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাজিমুদ্দিন, সদস্য সচিব মো: সুমন মাস্টার, উপজেলা জিসাসের যুগ্ম আহ্বায়ক মো: আব্দুর রহিম, বিএনপি নেতা মো: শাহিন আহমেদসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন