মো: লুৎফর রহমান (খাজাশাহ্): রাজধানীর ডিএমপি পল্টন মডেল থানাধীন মাওলানা ভাসানী স্টেডিয়ামের ১নং গেইট সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে থেকে গত ৪ সেপ্টেম্বর সকাল ১০:৩০ঘটিকার সময় থানার এস আই মো: ইলিয়াস মাহামুদ এক অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ বয়স অনুমান ৫২বছর উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করত: লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে পল্টন মডেল থানায় অপমৃত্যু মামলা নং-১৭/২০২৫ইং রুজু করা হয়েছে। থানার এস আই মো: শফিকুল ইসলাম খান অপমৃত্যু মামলাটির তদন্ত করছেন।
অজ্ঞাত লাশটির উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী এস আই মো: ইলিয়াস মাহামুদ এর সাথে এ প্রতিবেদক দৈনিক নবঅভিযান এর সহকারী সম্পাদক ও ডেইলি নিউজ বিডি অনলাইন এর নিবাহী সম্পাদক লুৎফর রহামন (খাজা শাহ্) কে এক স্বাক্ষাতে জানান মৃত ব্যক্তির নাম মো: জসিম (৫২) পিতা- মোহাম্মদ আলী, মাতা-ছকিনা বেগম, সাং-বাজার পাড়া তাহের বাড়ী, কুমিড়া ইউনিয়ন, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম বলে প্রাথমিক ভাবে জানাগেলেও তার উক্ত ঠিকানায় খবর নিয়ে জানাযায় মৃত জসিম উল্লেখিত স্থানে ১০বছর পূর্বে ভাড়ায় বসবাস করিত। তাহার আসল বাড়ি রংপুর বিভাগে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সফিকুল ইসলাম খান গত ৬ সেপ্টেম্বর সন্ধায় মোবাইল বর্তায় জানিয়েছেন। তবে রংপুর জেলার কোন থানায়, কোন গ্রাম, তা এখনও জানা যায়নি।

