পল্টনে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার, এক মাসে ১শ' ৫০ জন গ্রেফতার

প্রতীকী ছবি


মো: লুৎফর রহমান (খাজাশাহ্): ডিএমপি পল্টন মডেল থানা পুলিশ গত আগস্ট মাসে বিভিন্ন অপরাধ দমন অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১শ ৫০ জনকে গ্রেফতার করেছে। ডিএমপির সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায় থানার অফিসার ইনচার্জ কাজী মোঃ নাসিরুল আমিনের নেতৃত্বে এস আই মোঃ আশরাফুল্লাহ, এস আই মোঃ নুর ইসলাম, এস আই বিমান তরফদার, এস আই তন্ময় কুমার বিশ্বাস, এস আই মোঃ জাহেদুল আলম, এস আই অমিত কুমার বিশ্বাস, এ এস আই মোঃ কামরুজ্জামান, এ এস আই কৃষ্ণ সরকার, এ এস আই ক্যা এ মং মামরা, এ এস আই মোঃ সাইদুর রহমান সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযান চালিয়ে মোট ১শ ৫০ ব্যক্তিকে গ্রেফতার করে বিচারের নিমিত্তে কোর্টে সোপর্দ করেছে বলে ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক নব অভিযান এর সহকারী সম্পাদক ও ডেইলী নিউজ বিডি অনলাইনের নির্বাহী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ)কে এক সাক্ষাতে জানান। গ্রেফতারকৃদের মধ্যে মাদক মামলায় ১৫ জন, ডাকাতি মামলায় ৭ জন, জিআর-সি আর গ্রেফতারী পরোয়ানায় ১৭ জন, রাজনৈতিক মামলায় ৫ জন, চুরির মামলায় ৩ জন, চাঁদাবাজির মামলায় ২ জন, পুলিশ এছল্ট মামলায় ১১ জন, প্রতারণা ও অন্যান্য মামলায় ২৪ জন, ম্যাজিস্ট্রেট ও পুলিশ সমন্বয়ে গঠিত ভ্রম্যমান আদালতের মাধ্যমে ৪০ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
অপরদিকে এ সময়ে পুলিশ ও র‌্যাব সমন্বয়ে মাদকবিরোধী অভিযানে ১৩শ ৭০টি ইয়াবা ৭ বোতল ফেন্সিডিল, ১৯ কেজি ২শ গ্রাম গাঁজা এবং জিডি মূলে ৬০টি এনড্রয়েড মোবাইল উদ্ধার করা হয় বলে ডিএমপির সংশ্লেষ্ট অফিসসূত্রে জানাযায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন