দেওয়ানগঞ্জে হুইলচেয়ারবিহীন মানবেতর জীবন কাটাচ্ছে প্রতিবন্ধী কিশোর



ফারুক মিয়াঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ এলাকার চাঁন মিয়া (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোর দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছে। চলাফেরার একমাত্র ভরসা ছিল একটি হুইলচেয়ার, তবে সেটিও ভেঙে যাওয়ায় এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে সে।

চাঁন মিয়া জানান, হুইলচেয়ারটি ভেঙে যাওয়ার পর থেকে বাড়ির বাইরে চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নতুন একটি হুইলচেয়ার পেলে কোনোভাবে চলাফেরা করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এদিকে স্থানীয়রা জানান, দরিদ্র পরিবারের হওয়ায় চাঁন মিয়ার পক্ষে নতুন হুইলচেয়ার কেনা সম্ভব নয়। তাই তারা উপজেলা প্রশাসনের কাছে দ্রুত সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

চাঁন মিয়ার পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে তার স্বাভাবিক চলাফেরার সুযোগ সৃষ্টি করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন