দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে সুমাইয়া (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জামালপুর মর্গে প্রেরণ করে।
নিহতের মা নিলুফা দাবি করেন, “আমার মেয়ে স্বাভাবিকভাবে মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে। আমি এর ন্যায়বিচারের দাবি জানাই।” অন্যদিকে, সুমাইয়ার স্বামী সুমন জানান, এটি স্বাভাবিক মৃত্যু। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে সুমাইয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহত সুমাইয়া বীর উৎমারচরের সোনা মিয়ার ছেলে সুমনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার বাবার বাড়ি ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামে। আট মাস আগে তাদের বিয়ে হয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে সুমাইয়া শোবার ঘর থেকে বাইরে যান। দীর্ঘ সময় ঘরে না ফেরায় স্বামী তাকে বাইরে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি তার শ্বশুরবাড়িতে জানান। পরে পরিবারের পক্ষ থেকে ৯৯৯-এ ফোন করা হয়।
প্রতিবেশীরা জানায়, সংসার জীবনে সাধারণত কোনো দ্বন্দ্ব ছিল না। তবে কিছুদিন ধরে সুমন মোবাইলে অন্য এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যও দেখা দিয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, “প্রাথমিকভাবে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। থানায় লিখিত অভিযোগ আসেনি। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”