জামালপুর রেলস্টেশনে অজ্ঞাত নারীর মৃত্যু


ফারুক মিয়াঃ আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর রেলওয়ে থানাধীন পিয়ারপুর রেলস্টেশন প্লাটফর্মে এক অজ্ঞাত বয়োবৃদ্ধা নারীর মৃ*ত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই নারী প্লাটফর্মে ভাসমান অবস্থায় ছিলেন। অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপ সংগ্রহ করলেও এখনো ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মৃত নারীর বয়স প্রায় ৬৫ বছর বলে অনুমান করা হচ্ছে। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ভিকটিমের কোনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত হলে আইনগত প্রক্রিয়া শেষে ম*রদে*হ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন