দৈনিক একুশে সংবাদ পত্রিকার ২৪ তম বার্ষিকী উদযাপন

 


 

নিজস্ব প্রতিবেদকঃ

‎জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকা আজ ১লা সেপ্টেম্বর ২৩ বছরের গৌরবময় যাত্রা শেষ করে ২৪ বছরে পদার্পণ করেছে। 

"সত্য ও ন্যায়ের পথচলা”—এই মহান শ্লোগানকে বুকে ধারণ করে সূচনালগ্ন থেকেই পাঠকের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে একুশে সংবাদ নিজেকে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

‎এ উপলক্ষে সোমবার বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের পত্রিকার প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক  ড. শাহজাহান মজুমদার কেক কেটে ২৩তম বর্ষপূর্তির শুভ উদ্বোধন করেন।

‎এসময় উপস্থিত ছিলেন—ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর মহাসচিব দোয়েল টিভি ইউ এস এর সিইও বাংলাদেশ মো: শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক এএফএম রাসেল পাটোয়ারি, বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক পরিষদের ভাইস প্রেসিডেন্ট খন্দকার আবদুল মান্নান বাবু, একুশে সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জিএম ফারুক হোসেন ও সহযোগী সম্পাদক এম এ ছবুর ও শিল্পপতি মো: দুলাল মিয়া প্রমুখ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে একুশে সংবাদ সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতা করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিকতা ছাড়াও, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে পত্রিকাটির ২৩ তম বর্ষপূর্তি উদযাপন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন