শিগগিরই গঠন হবে পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস — প্রধান উপদেষ্টা


  • উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত

মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : শিগগিরই পুলিশের একটি স্বাধীন তদন্ত সার্ভিস গঠন করা হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে পুলিশ যেন তদন্ত কাজ করতে পারে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোঃ শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, পুলিশ যাতে স্বাধীনভাবে তদন্ত করতে পারে, রাজনৈতিক বা বাইরের অন্য কোনো চাপ তাদের ওপরে না আসে সেজন্য আইন করে এই সার্ভিসটি চালু করা হবে। এ ছাড়া পুলিশের ‘ইন্টার্নাল কমপ্লেইন কমিশন’ গঠন করা হবে। এজন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়কে আইন করার পরামর্শ দেয়া হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী বসে খুব দ্রুত এ কাজগুলো করবেন বলে প্রেস সচিব বলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন