জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে রাষ্ট্রবিরোধী চক্রের দুই সদস্য গ্রেপ্তার



স্টাফ রিপোর্টার, জামালপুর :

জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শাহেদ আলী (২১), সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জামালপুর জেলা শাখা এবং মোঃ জামাল পাশা, সাবেক কাউন্সিলর ও সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ, জামালপুর পৌরসভা। গতকাল বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জামালপুর জেলার কিছু ফ্যাসিস্ট দোসর পলাতক হয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে কতিপয় দুষ্কৃতিকারী ঝটিকা মিছিল করে রাষ্ট্রবিরোধী চক্রান্তে লিপ্ত হয়। বিভিন্ন গণমাধ্যম ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে শাহেদ আলী ও জামাল পাশার সক্রিয় সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হয়।

এরই প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি বিশেষ টিম ঢাকার উত্তরা ও ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট রাতে শাহেদ আলী নিজেকে “অপহৃত” দেখানোর নাটক সাজিয়ে ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রচার করে। পরবর্তীতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হয়।

জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন,

“রাষ্ট্রবিরোধী কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত যে কোনো চক্রের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি বা নিষিদ্ধ সংগঠনের পক্ষ নিয়ে সরকারবিরোধী কাজে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন