ফারুক মিয়াঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫নং বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়ায় দীর্ঘদিন ধরে সড়কে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।
এই পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে গতকাল দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমানের সঙ্গে দেখা করেন স্থানীয়রা। এসময় ইউএনও জানান, কাজ অনেক আগেই শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয়দের কিছু ক্ষেত্রে অসহযোগিতা এবং পানি নিষ্কাশনের উপযুক্ত পথ না থাকায় দেরি হয়েছে। তবে তিনি উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সঙ্গে একাধিকবার মিটিং করেছেন এবং দ্রুতই কাজ শুরু হবে বলে আশ্বাস দেন।
এর আগে স্থানীয় সামাজিক কর্মী ও শিক্ষাবিদরা উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীনের সঙ্গে দেখা করে দ্রুত জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। প্রকৌশলীও একইভাবে স্থানীয় কিছু প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন।
দীর্ঘদিনের এ ভোগান্তি লাঘবে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।