বাঙ্গরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত



হাফেজ নজরুল : কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রশাসন, জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা অংশ নিয়েছেন।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ.কে.এম কামরুজ্জামান। তিনি বলেন: “পূজা মণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বস্তরের জনগণকে সতর্ক থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বাঙ্গরা বাজার থানা এনসিপি সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া, মুরাদনগর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সিদ্দিকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঙ্গরা বাজার থানার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঙ্গরা থানার আমীর মুফতি দেওয়ার হোসেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ মেহেদী হাসান, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি রতন কুমার দাশ ও পূর্ব ধৈইর পূর্ব ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথ প্রমুখ।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন:
“ শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় থানার পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রত্যেক মণ্ডপে আলাদা করে নিরাপত্তা টিম মোতায়েন করা হবে এবং নিয়মিত টহল জোরদার থাকবে। বাঙ্গরা বাজার থানাধীন ১০টি ইউনিয়নের মধ্যে এবছর প্রায় ৬৫টি পূজামণ্ডপ শারদীয় দুর্গোৎসব শুরু হবে”

এস আই মোঃ নাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাঙ্গরা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আশ্ররাফুল ইসলাম এবং গীতা থেকে পাঠ করেন ধরনি দাশ। 

আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ ও আলোকসজ্জার ক্ষেত্রে বিশেষ সতর্কতা, যানজট ও ভিড় নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থার সমন্বয় এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন