- বন্যায় নিহত-১ সর্বশান্ত কৃষক
গোলাম রব্বানী-টিটু (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভয়াবহ রাক্ষসী বন্যা আসলেই টনক নড়ে সবার । বন্যায় ইসমাইল(১৭)নামে এক যুবক পানিতে ভেসে মৃত্যু হয়েছে । বেড়িবাঁধ নিন্ম মানের হওয়ার ফলে বন্যায় সর্বশান্ত হয়ে পড়েছে কৃষকরা সহ সাধারণ মানুষ । উপজেলার ৭টি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারতের মেঘালয় রাজ্য উজান থেকে বয়ে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে ভয়াবহ রাক্ষসী বন্যায় রুপান্তরিত হয়ে যায় । হাজার হাজার মানুষ নদীর তীরবর্তী এলাকায় বন্যার পানিতে নিমজিÍত হয়ে পড়ে । বিগত তিন বছর থেকে বন্যা আসলেই টনক নড়ে প্রশাসন সহ সবার । বন্যার পানি হ্রাস পেয়ে নিন্ম এলাকায় যাওয়া শুরু করেছে ঠিকই কিন্তু উপজেলাবাসী ত্রান চায়না জানমাল রক্ষার্থে ও শহরকে রক্ষার জন্যে চিরস্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও নদী নিস্কাশনের দাবি জানিয়েছে । প্রচুর বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা প্রবল স্্েরাতের পানিতে মহারশি নদী ভরাট হয়ে ভয়াবহ বন্যায় পরিণত হয় । যার ফলে নদীর তীরবর্তী এলাকাসহ উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়ে। নদীর বাঁধ উপচে ও ভেঙে বাজারের ব্যাবসায়ীদের দোকানে বন্যার পানি প্রবেশ করে অনেক মালামালের ক্ষতি সাধিত হয়েছে । বন্যার পানিতে উঠতি আমন ফসলের আবাদ সহ কৃষকের সবজি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে । মহারশি নদীর ব্রিজের উত্তর ও দক্ষিণে বাঁধ ভেঙে অনেক বাড়িঘর, মেন রাস্তা সহ গুরুত্বপূর্ণ জায়গায় পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে ৫০০ একর আমন ফসলের ধান বিনষ্ট হয়েছে । বন্যার পানি প্রবেশ করার ফলে বাড়িঘর তছনচ করে কৃষকের সপ্ন বিলীন হয়ে অন্যান্য বছরের তুলনায় এবার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে । এলাকাবাসীরা জানান আমারা ত্রাণ চাই না জানমাল রক্ষার্থে জীবন বাচাঁতে টিকসই বেড়িবাঁধ চাই । পানি উন্নয়ন বোর্ড ২০২২ ও ২৫ সালে নিন্মমানের বাধনির্মাণ করার ফলে বার বার ভেঙে আমাদের এই ক্ষতি সাধিত হয়েছে বলে তারা জানান । উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও উপজেলা প্রকৌশলী শুভ বসাক বন্যায় কবলিত এলাকার খোঁজ খবর নিয়ে পরিদর্শন করেছন । তারা বেড়িবাঁধ নির্মাণের জন্যে উপরের মহলে কথা বলবেন বলে জানান । স্থানীয় সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের খোঁজ খবর নিতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ প্রদান করে আজ শুক্রবার বাদ জুম্মা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন তিনি ।