ঝিনাইদহে নবগঙ্গা নদীতে ৮ কিলোমিটার দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত


সুলতান আল এনাম, ঝিনাইদহ :

ঝিনাইদহে নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হলো ৮ কিলোমিটার দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ (১০ অক্টোবর) সকালে ঝিনাইদহের পারমথুরাপুর নতুন ব্রিজ ঘাট থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় পুরাতন ধোপাঘাটা ব্রিজ ঘাটে। সকাল ৭টা ৩০ মিনিটে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। প্রতিযোগিতা শেষ হয় সকাল ৯টা ১৫ মিনিটে।

মোট ১৭ জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ১০ জন সাঁতারু সফলভাবে শেষ প্রান্তে পৌঁছাতে সক্ষম হন। এদের সবাইকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় সহযোগিতা করে ফায়ার সার্ভিস টিম, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ এবং মেডিকেল টিমের ডাক্তাররা।

এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা ছিল ঝিনাইদহ সুইমিং ক্লাব, সহযোগিতায় ছিল অংকুর ঝিনাইদহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম.এ. মজিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুরের সভাপতি ও ক্রীড়াবিদ আহসান হাবিব রনক।

সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ সুইমিং ক্লাব ও অংকুরের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন জুলিয়াস।

দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় —১ম স্থান অধিকার করে কুষ্টিয়ার সাঁতারু আকাশ, যিনি ৫,০০০ টাকার প্রাইজমানি ও সার্টিফিকেট অর্জন করেন। ২য় স্থান অধিকার করে সুজা মোল্লা (ঝিনাইদহ সুইমিং ক্লাব), প্রাইজমানি ৩,০০০ টাকা এবং সার্টিফিকেট ও ৩য় স্থান অধিকার করে হিমেল (ঝিনাইদহ সুইমিং ক্লাব), প্রাইজমানি ২,০০০ টাকা এবং সার্টিফিকেট।

এছাড়াও আরও ৭ জন সাঁতারুকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিও নির্বাহী পরিচালক শামসুল ইসলাম, দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব আওলাদ হোসেন।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে ঝিনাইদহে জলক্রীড়ার বিকাশে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং তরুণ প্রজন্মকে সাঁতারের প্রতি আগ্রহী করে তুলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন