নিজস্ব প্রতিবেদক, জামালপুর :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে ৪৯৩ জন মৎস্যজীবীর মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খাদ্য সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন মৎস্যজীবীরা।
চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, “সরকারের পক্ষ থেকে অসহায় মৎস্যজীবীদের সহায়তা হিসেবে এই চাল বিতরণ করা হয়েছে। আগামী দিনগুলোতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে।”
দিনব্যাপী এই কার্যক্রমে শত শত মৎস্যজীবী সুশৃঙ্খলভাবে উপস্থিত হয়ে তাদের প্রাপ্য সহায়তা গ্রহণ করেন। স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসা করেন এবং এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।