শনিবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বাগদান ও আংটি পরানোর অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে ঘরোয়া পরিবেশে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ব্যারিস্টার নুসরাত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামের মেয়ে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নবদম্পতির জন্য দুই পরিবারের পক্ষ থেকে আশীর্বাদ ও শুভকামনা জানানো হয়েছে। শিগগিরই রাজধানীতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে, সেখানে স্বজন ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে।
রাজনীতির পাশাপাশি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেশাগতভাবেও পরিচিত। তিনি ১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায়। রাজধানীর স্কলাস্টিকা স্কুল থেকে ‘ও’ ও ‘এ’ লেভেল সম্পন্ন করে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১১ সালে পড়াশোনা শেষে যুক্তরাজ্যে কিছুদিন কাজ করার পর দেশে ফিরে আসেন তিনি। বর্তমানে তিনি বাংলাভিশন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা।
হবু স্ত্রী নুসরাতের আবেগঘন পোস্ট : শনিবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, গতকাল বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট্ট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে ইশরাক হোসাইনের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে।’ তিনি আরও জানান, আগামী বছর একটি উপযুক্ত সময়ে তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে। ‘আপনাদের সবার সঙ্গে সেই আনন্দঘন মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছি। আমাদের উভয় পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছি,’ লিখেছেন নুসরাত।