খানপুর ৩০০ শয্যা হাসপাতালে অভিযান চালিয়ে ১৫ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা


নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দালালচক্র প্রতিরোধে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে খানপুর হাসপাতালে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের আদালতে হস্তান্তর করেছে র‌্যাব-১১।

সাজাপ্রাপ্ত কৃতরা হলেন, মো. চিনু ইসলাম (৩৮), সুমন মিয়া (২৫), কামরুল ইসলাম (৩০), মো. আলমগীর কবির (৪৫), মো. মাসুম (৪০), মো. ফরিদ (২৫), মো. রবিন (৩৮), শিউলি আক্তার (৩৫), ফরিদা পারভীন (৫২), মোছা. আম্বিয়া (৪৮), রাজিয়া বেগম (৪৫), কাকুলি আক্তার (৩৬), মোছা.রোখসানা (৫০), মোছা. মাকছুদা (২৫)।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির মোবাইল কোর্টের মাধ্যমে আটকদের মধ্যে ৮ জন নারীকে তিন দিন করে এবং ৭ জন পুরুষকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন