মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ও পিপিআর পদ্ধতি অন্তর্ভুক্তসহ ৫ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মোঃ সায়েদ আলী এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী। এতে বক্তব্য দেন শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব, সাবেক জেলা সেক্রেটারি আব্দুস সুবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলাউদ্দিন শাহ, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি মোরশেদ আলম চৌধুরী ও রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দেশে জনগণের মতামত প্রতিফলিত করতে হলে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় ঐকমত্য গঠন করা জরুরি। গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত অনুযায়ী পিপিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।”
এর আগে একই দিন সকাল ১১টায় মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা মানববন্ধন ও সমাবেশ করে।
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার চলাকালীন নিষিদ্ধ ঘোষণার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “জাতীয় রাজনীতিতে সুশাসন প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন অপরিহার্য। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
দুই কর্মসূচিতেই জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শত শত নেতা–কর্মী ও সমর্থক অংশ নেন।