সরকারের ৫% বাড়িভাড়া প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) :
দিনাজপুরের ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবির পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। সরকারের পক্ষ থেকে ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সমবেত হন। পরে একটি র্যালি বের হয়ে শহরের নিমতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সহকারী অধ্যাপক ও সাংবাদিক আজিজুল হক সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাহাপুর মোস্তফাবিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ আব্দুল ওয়াহাব, ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক, ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম সরকার ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, অরুনাভ সরকার অরুণ, হাসানুজ্জামান লাভলু, চন্দনা মহন্ত, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা জামায়াত আমির মো. হাবিবুর রহমান, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল আলম, খজাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. রমজান আলী, সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মনজুরুল ইসলাম শাহ, খায়রুল আনাম আবেশ, রুস্তম আলী, মিজানুর রহমান, আলমগীর হোসেন জনিসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বক্তারা বলেন, আন্দোলনের আট দিন পার হলেও সরকার এখনো ন্যায্য দাবি পূরণের আশ্বাস দেয়নি। আজ রোববার ৫ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারি করা হলেও তা শিক্ষক সমাজ প্রত্যাখ্যান করেছে।
তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনা চলে আসছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক-কর্মচারী উভয়ের জন্য দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবি জানিয়ে আসছেন।
বক্তারা আরও বলেন, এই তিন দফা দাবির বাস্তবায়নে গত রোববার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা সেখানে যোগ দিয়েছিলেন, কিন্তু শান্তিপূর্ণ ওই কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর প্রতিবাদে সারাদেশে কর্মবিরতি চলছে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
তাঁরা বলেন, ‘আমাদের দাবি শুধু ভাতার নয়, এটি মর্যাদা ও ন্যায্যতার দাবি। অবিলম্বে তিন দফা দাবি বাস্তবায়ন করে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে।’
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ফুলবাড়ীসহ দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোববারও পূর্ণ কর্মবিরতি পালিত হয়েছে। শিক্ষকরা বলেন, সরকার দ্রুত দাবি বাস্তবায়ন করলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি রোধ করা যাবে।
গতকাল শনিবার ফুলবাড়ীর সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এক বৈঠকে সিদ্ধান্ত হয়, রোববার সকাল ১১টায় শহীদ মিনারে সমবেত হয়ে র্যালি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ঢাকায় চলমান আন্দোলনে যোগ দিতে ফুলবাড়ী থেকে কয়েকজন শিক্ষক রওনা দিয়েছেন।##