দেওয়ানগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনির হোসেন (২৫) নামে এক যুবক। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বাদে শশাড়িয়া (ডালবড়ি) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির ওই এলাকার জিহাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ি থেকে এসে নিজ ঘরে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না বেঁধে আত্মহত্যা করেন মনির।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন,খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন