দেওয়ানগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

উপজেলা যুবদল আহবায়ক মনজু হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শ্যামল বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন