দেওয়ানগঞ্জে জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তাদের সম্মাননা


ফারুক মিয়াঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন জুলাইযোদ্ধা পরিবারের সদস্য মো. রুবেল হোসেন, মো.সহিদুর রহমান, রেজাউল করিমসহ অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ–প্রচার সম্পাদক আহসান হাবিব লিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন