নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার শাখা সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার (আইটি) মো. জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে কৃষি ঋণ বিতরণের অভিযোগ উঠেছে। ব্যাংক সূত্রে গোপন তথ্যে জানা গেছে, তিনি শাখা ব্যবস্থাপককে অবহিত না করে নিজ উদ্যোগে ৬৮ হাজার টাকার একটি কৃষি ঋণ অনুমোদন ও বিতরণ করেন।
অভিযোগে বলা হয়েছে, ঋণ প্রদানকালে তিনি ঋণগ্রহীতার কাছ থেকে ঘুষ হিসেবে ৫ হাজার টাকা গ্রহণ করেন। এ ঘটনায় ব্যাংক অভ্যন্তরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি পূর্বে সানন্দবাড়ী শাখায় কর্মরত অবস্থায়ও অনিয়মের অভিযোগে বিতর্কিত ছিলেন এবং ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
Tags
দেওয়ানগঞ্জ