চাঁদা দিতে অসম্মতি প্রকাশ করলে বাড়ির কেয়ারটেকারকে কলার ধরে মারপিট শুরু করলে উভযের মধ্যে কথাকাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয় । শ্রমিকরা ফিরফার করে ঘটনা শান্ত করে গোলাম রব্বানী টিটুকে বাড়ির কেয়ার টেকার ফোন দিলে দ্রæত ঘটনা স্থলে পৌছে সাংবাদিক । সে মাতাল মারুফুর রহমানকে প্রশ্ন করেন আপনি এখানে কেন উত্তরে সে বলে আপনাকে বলতে হবে ঠিকাদারি নিয়েছেন আমি এখানে কেন বলে রাগান্তিত হয়ে অকথ্য ভাষায় মাতাল অবস্থায় গালিগালাজ করে । পরে থানায় অবহিত করলে ঘটনা স্থলে ঝিনাইগাতী থানার পুলিশ পৌছে ।
সে পুলিশ দেখে মিনতি করে থানায় না দেওয়ার অনুরোধ করলে উপস্থিতি এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আপোষ মিমাংসার জন্যে উভয়ই একমত পোষণ করলে ১৫০টাকার লিখিত স্টেম্পে সাক্ষর প্রদান ও পুলিশ সহ অন্যরা ভিডিও ধারণ করেন সে পরবর্তীতে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করিবে না বলে তাকে সসন্মানে ছেড়ে দেয়া হয় । সে বাড়িতে পৌছে ২৭শে সেপ্টেম্বর শনিবার সাংবাদিক গোলাম রব্বানী-টিটুকে ১নং আসামি করে দুই জনের নামে মিথ্যা মামলা দায়ের করে । ওই দিনই বাড়ির কেয়ারটেকার মজ্ঞু মিয়া চাঁদা দাবি ও মারপিটের অভিযোগ এনে থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
এ ব্যাপারে ওসি আল আমিন জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । এই ঘটনাকে কেন্দ্র করে জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা নিন্দা জানিয়েছেন ।
