পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষন এবং পরিবেশন করার দায়ে চারটি খাবার হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে হোটেল এন্ড রেস্টুরেন্ট গুলোর মালিকদের এ জরিমানা করা হয়।
হোটেল গুলো হলো বৈশাখী হোটেল এন্ড রেষ্টুরেন্ট, গাজী রেস্তোরা, মায়ের দোয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এবং আপনজন হোটেল এন্ড রেষ্টুরেন্ট।
অর্থদন্ড প্রাপ্ত হোটেল গুলোর মধ্যে আপনজন হোটেল এন্ড রেষ্টুরেন্টে ১০ হাজার টাকা, বাকী তিনটিতে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.ইয়াসীন সাদেক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ।
Tags
পটুয়াখালী