রনজিত কুমার শীল, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলা প্রশাসন ও এনজিওসমূহের সহযোগিতায় জেলা শিশু একাডেমির উদ্যোগে বিশ্ব শিশু দিবস, কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী আগামী ৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক। ঐদিন সকাল সাড়ে ১০টায় পথশিশু, শ্রমজীবি শিশু, সুবিধা বঞ্চিত শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা।
এছাড়া ৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় দেশাত্ববোধক সঙ্গীত ও আবৃতি প্রতিযোগিতা, ৮ অক্টোবর বুধবার সকাল ১০টায় ‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত কন্যাশিশু সমাবেশ, জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান। প্রধান অলোচক থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সাহিত্যিক ড. আনোয়ারা আলম।
বিশেষ অতিথি থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, ইলমা’র প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী ইয়াসমিন পারভীন ও ব্রাইট বাংলাদেশ ফোরাম’র পরিচালক নাসরিন সুলতানা খানম। ১২ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে শিশু বান্ধব নগর উন্নয়ন ভাবনা (শিশুদের সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করণীয়) বিষয়ক সংলাপ। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ১৩ অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য’ বিষয়ক অলোচনা। প্রত্যেক পর্বে আলোচক প্যানেল থাকবেন শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ্ উদ্দিন।
এছাড়া আলোচনায় অংশ নেবেন কিডস্ কালচারাল ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ড. সৌরভ সাখাওয়াত, অপরাজেয় বাংলাদেশ’র প্রধান নির্বাহী জিনাত আরা বেগম ও ব্রাইট বাংলাদেশ ফোরাম’র ব্যবস্থাপক (কর্মসূচী) সোহাইলউদ্দোজা।১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় আলোচনা সভা, পুরস্কারসহ সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের কর্মসূচী সম্পন্ন হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক। অনুষ্ঠানগুলোতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ্ উদ্দিন অনুরোধ জানিয়েছেন।
