দেওয়ানগঞ্জে ২৪টি দুর্গা পূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন


ফারুক মিয়া (দেওয়ানগঞ্জ) :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার থানা মোড় ব্রহ্মপুত্র নদের ঘাটে পূজা উদ্‌যাপন কমিটির আয়োজনে এ বিসর্জন সম্পন্ন হয়।

এবার উপজেলায় মোট ২৪টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। পূজা উদ্‌যাপন শেষে প্রতিমাগুলো শোভাযাত্রার মাধ্যমে থানা মোড় ব্রহ্মপুত্র নদে নিয়ে এসে বিসর্জন দেওয়া হয়। বিসর্জনস্থলে ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের ভিড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বিসর্জন উপলক্ষে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত থেকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।

স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা জানান, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন