মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর :
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের তিন দিন পর শিশু তন্ময়ের (৯) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। তন্ময় উপজেলার হিজলতলী এলাকার তাপস মনি দাসের ছেলে।
শনিবার (৪অক্টোবর) সকালে উপজেলার বরিয়াবহ ঘাটাখালী নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন কালে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ হয় তন্ময়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন খোঁজা খুঁজি করেও ওই শিশুর খোঁজ মেলেনি। খবর পেয়ে শুক্রবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালালেও তন্ময়ের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে উপজেলার বরিয়াবহ এলাকায় ঘাটাখালি নদীতে এক শিশুর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে মরদেহ উদ্ধার কারে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
