সুলতান আল এনাম, ঝিনাইদহ :
ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৬ অক্টোবর সোমবার সকালে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর শিশু একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার কলেজেে সাবেক উপাধ্যক্ষ,প্রফেসর মোঃ শাহজালাল।ঝিনাইদহ জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক, আব্দুল আলিম। ঝিনাইদহ জেলার ফ্যামিলি প্লানিং এর উপ-পরিচালক মোজাম্মেল হক।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান এবং সঞ্চালনা করেন, ঝিনাইদহ জেলা শিশু কর্মকর্তা, আইয়ুব হোসেন।
প্রধান অতিথি আব্দুল আউয়াল, বিশ্ব শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের জন্য একটি নিরাপদ, সহনশীল ও উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তাদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
আলোচনা শেষে শিশুদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কবিতা আবৃত্তি, গান, নাচসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়।
