গোলাম রব্বানী টিটু, শেরপুর প্রতিনিধি :
আজ সোমবার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ। বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা সহ আরো অনেকেই। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শিশুদের অধিকার, সুরক্ষা ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক।।আমরা বিশ্বাস করি আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ।”
তাদের জন্য নিরাপদ, ভালোবাসাময় সুযোগ সমৃদ্ধ সমাজ গড়াই আমাদের অঙ্গীকার বলে বক্তরা অভিমত প্রকাশ করেন।
