সুলতান আল এনাম, ঝিনাইদহ :
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা।
বক্তারা বলেন, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তারা শিক্ষকদের মর্যাদা ও পেশাগত উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
Tags
ঝিনাইদহ
