রঙ-বেরঙের ফানুসের আলোয় উজ্জ্বল পাহাড়ের আকাশে


মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলায় প্রবারণা পুর্ণিমার ফানুস উৎসবে মেতেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পর ফানুসের আলোয় রঙিন হয়ে উঠে পাহাড়ের আকাশে। আতশবাজি ফোটানো মধ্যে দিয়ে ফানুস  উত্তোলনে আনন্দের মেতেছে তরুণ-তরুণীরা।

 শত শত বৌদ্ধ ধর্মাবলম্বীরা রং-বেরঙের ফানুস নিয়ে হাজির হন মানিকছড়ি রাজবন বৌদ্ধ বিহার, ময়ূরখীল জেয়াসূখা বৌদ্ধ বিহার, যোগ্যাছোলা হেডম্যান পাড়া ধর্ম রক্ষিত বৌদ্ধ বিহার, যোগ্যাছোলা পশ্চিম পাড়া বৌদ্ধ বিহারসহ উপজেলা বিভিন্ন  বিহার চত্বরে। সন্ধ্যার আগেই বিহারের আঙ্গিনা ছাড়িয়ে অনুরাগীদের ভিড় ঠেকে আশপাশের সড়কগুলোতে।

ফানুস উৎসবে যোগ দিতে আসা বুদ্ধ ভক্তদের বিশ্বাস আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করার নামই প্রবারণা। যার আলোতে কেটে যাবে সব অন্ধকার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রত্যাশা, হিংসায় উন্মত্ত অশান্ত বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের মুলমন্ত্রে উজ্জীবিত হওয়ার ব্রত নিয়েই প্রবারণার উৎসব পালন করছেন তারা।

একের পর এক আকাশে ওড়ানো হচ্ছে রঙবেরঙের ফানুস। উড়তে উড়তে ফানুসগুলো মিশে যাচ্ছে দূর নীলিমায়। মুহূর্তের মধ্যে রঙ–বেরঙের ফানুসের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে পাহাড়ের আকাশে। আজ সোমবার ৬ অক্টোবর খাগড়াছড়ি জেলায় পাহাড়ের  প্রবারণা পূর্ণিমার সন্ধ্যা আকাশের এমন মুগ্ধতা প্রাণ ছুঁয়েছে হাজার হাজার নারী পুরুষের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন