শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর উপর স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন


গোলাম রব্বানী টিটু, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর উপর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখা। আজ মঙ্গলবার  দুপুরে উপজেলার সদর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি শেরপুর জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আহমেদ, কৃষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক আনিছ আহমেদ,ক্ষেতমজুর সমিতির উপজেলা আহ্বায়ক শাহিন মিয়া,শ্রমিক নেতা আফিল শেখ,শ্রমিক নেতা জুয়েল আহমেদ এবং গণঅধিকার পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব গোলাম নূর প্রমুখ।

বক্তারা বলেন,বারবার আকস্মিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবেলায় মহারশি নদীর উপর দুই পাড়ে কেবল ঘষামাজা কাজ নয়,স্থায়ী বেড়িবাঁধ নির্মাণই হতে পারে টেকসই সমাধান।

মানবনন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল এর কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারিরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন