রাজধানীর সেগুনবাগিচায় আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত


মো. লুৎফর রহমান (খাজা শাহ্) : 
গত ২৭ সেপ্টেম্বর, ২০২৫ইং রাজধানীর সেগুনবাগিচা 'কচি কাঁচার মেলা' মিলনায়তনে ‍“আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত বঙ্গবীর জেনারেল ওসমানীর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিচারপতি মীর হাসমত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: হালিমা খানম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্য অভিনেতা পীরজাদা শহীদুল হারুন, ডেভেলপমেন্ট সেন্টার ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর নির্বাহী পরিচালক- বিশিষ্ট সমাজসেবক ফখরুল ফেরদৌস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে সমাজের বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড: হালিমা খানম, অভিনেতা পীরজাদা শহীদুল হারুন ও সমাজসেবক ফখরুল ফেরদৌস সহ ৪০ জনকে সম্মাননা পুষ্কার প্রদান করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন