আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) :
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসহাক আলী। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইসহাক আলী বলেন, “কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তারা যেন সাহসী হয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে এটাই আমাদের প্রত্যাশা।”
সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল বলেন, “একটি শিক্ষিত কন্যাশিশু শুধু নিজের নয়, পুরো সমাজের আলোকবর্তিকা। তাদের বিকাশে পরিবার ও সমাজের সহযোগিতা সবচেয়ে জরুরি।”
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করেন।