সভায় নতুন ব্রীজ এলাকার সড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্কুল ও বাজারকেন্দ্রিক যানজট, পথচারী নিরাপত্তা, অবৈধ পার্কিং, ফুটপাত দখল এবং যানবাহনের গতিশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথি সভায় উপস্থিত সাংবাদিক ও স্টেকহোল্ডারদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং তাদের গঠনমূলক পরামর্শ সাদরে গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা যৌথভাবে নগরীর এই গুরুত্বপূর্ণ এলাকায় টেকসই ও নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলমগীর হোসেনসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধিবৃন্দ।