নড়াইলে টাইফয়েড টিকাদান সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালা
নড়াইল প্রতিনিধি : নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে জেলা তথ্য অফিস এবং সিভিল সার্জন অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন ও জেলা তথ্য অফিসার রোস্তম আলী। এছাড়া উপস্থিত ছিলেন- নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সাংবাদিক সুলতান মাহমুদ, ফরহাদ খানসহ গণমাধ্যমকর্মীরা।
এদিকে, একই বিষয়ে সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন, ডাক্তার ইসমাঈল হোসনে বাপ্পী। উপস্থিত ছিলেন-জেলা ইপিআই সুপার হাবিবুর রহমানসহ গণমাধ্যমকর্মীরা।
আলোচকরা জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সব শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম ও সমমান শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা নিতে পারবে। নড়াইলসহ দেশব্যাপী আগামি ১২ অক্টোবর থেকে এই টিকাদান শুরু হবে। শেষ হবে ১৩ নভেম্বর।