নারায়ণগঞ্জে কাতার প্রবাসীর নিকট বিএনপি নেতার ৫ লক্ষ টাকা চাঁদা দাবি


নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের ফতুল্লায় কাতার প্রবাসীর কাছ থেকে ৫ লক্ষ চাঁদা দাবি করেছে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের  ৮ নং ওয়ার্ড এনপির  নেতা খোকন মাষ্টার। 

এ বিষয়ে সদর উপজেলার পূর্ব সিহাচর এলাকার বাসিন্দা কাতার ফেরত মো: আরিফ ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী। 

অভিযোগসূত্রে জানা গেছে, ৫ আগষ্টের পর থেকেই বিএনপি নেতা পরিচয়ে দিয়ে খোকন মাষ্টার এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলো।

এরই ধারাবাহিকতায় উক্ত প্রবাসীর কাছ থেকে ফোনের মাধ্যমে গত ২৮-০৮-২০২৪ ইং তারিখে সরাসরি ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন ঐ বিএনপি নেতা।

স্থানীয় সূত্রে জানাযায় প্রবাসী আরিফ দাবী কৃত চাঁদা দিতে ব্যর্থ হলে, তাকে বৈষম্য বিরোধী মিথ্যা হত্যামামলা দেয়াসহ স্বপরিবারে প্রাননাশের হুমকিধামকি প্রদান করেন ঐ ওয়ার্ড বিএনপি নেতা। 

ভুক্তভোগী প্রবাসী জানান, বিএনপি নেতা খোকন মাষ্টার তার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করলে, তিনি প্রানভয়ে দাবী কৃত চাদার ৩ লক্ষ টাকা প্রদান করেন এবং বাকি ২ লক্ষ টাকা না দেয়ায় চাঁদাবাজ খোকন প্রবাসিকে ধারাবাহিকভাবে হুমকি দিয়ে আসছেন।

 ভুক্তভোগী প্রবাসী আরোও জানান গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে তার একটি জমি বিক্রি করতে গেলে বিএনপি নেতা খোকন মাষ্টার পূনরায় প্রবাসির নিকট ৫ লক্ষ টাকা দাবি করেন এবং টাকা দিতে অপারোগতা প্রকাশ করলে সে প্রবাসিকে মিথ্যা হত্যা মামলা এবং এলাকা ছাড়া করার হুমকি প্রদান করেন।

এ বিষয়ে ভুক্তভুগী কাতার ফেরত প্রবাসি মো: আরিফ জানান, আমি কাতার থেকে আসার পরে জমি-জমার ব্যবসা করে সৎ উপায়ে জীবন যাপন করে আসছি।

কিন্তু আমি প্রানভয়ে এবং নিরাপত্তাহীনতার কারণে ৩ লক্ষ টাকা চাঁদা প্রদান করলেও বাকি ২ লক্ষ টাকার জন্য আমাকে চাপ প্রয়োগ করে আসছে।  

তিনি জানান গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে আমার একটি জমি বিক্রির জন্য ক্রেতা দেখাতে গেলে খোকন আমার নিকট পূনরায় আরও ৫ লক্ষ টাকা দাবি করেন।

আমি এক পর্যায়ে তার দাবিকৃত চাঁদার টাকা দিতে অপারোগতা প্রকাশ করলে খোকন মাষ্টার আমাকে মিথ্যা মামলা দেয়াসহ স্ব-পরিবারে প্রাননাশের ভয় দেখিয়ে এলাকা ছাড়া করার হুমকি প্রদান করেন।

তিনি জানান, ৫ আগষ্টের পর অমাকে সহ এলাকার বিভিন্ন ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে  অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল পরিমাণে চাঁদাবাজি করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।  

বিএনপি নেতা খোকন মাস্টার যে আমার বিকট  চাঁদা দাবি করেছেন তার প্রমান আমার কাছে আছে, তাই আমি বিএনপির এই নামধারী নেতা খোকনের গ্রেফতার সহ কঠোর শাস্তি কামনা করছি। 

এ বিষয়ে অভিযুক্ত খোকন মাষ্টারকে ফোন করলে তিনি জানান, আমি আরিফের কাছ থেকে কোনো চাঁদা দাবী করিনি। 

আমি কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমি কেনো চাদাঁ চাইবো?

উক্ত বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসিনুজ্জামান জানান, তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলে যথাযত আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) তারিক আল মেহেদী জানান,  চাাঁদাবাজ যেই হোক তার বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে এবং প্রবাসি চাইলে আমরা মামলাও নিবো।

উক্ত বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঐ নেতার বিরুদ্ধে জেলা বিএনপির আহবায়ক বরাবর একটি অভিযোগ দিতে বলেন তিনি আরোও বলেন অভিযোগ প্রমাণিত হলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিবো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন