ফারুক মিয়াঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
"রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরাম (RESDF)"-এর আয়োজনে শতাধিক মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কে মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, মাদকের ভয়াল ছোবল থেকে যুব সমাজকে রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
Tags
জামালপুর
